চান্দগাঁওয়ের সেই ভবনে পাওয়া গেল ৮ ককটেল

চট্টগ্রামের চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় যে ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল সেটির দ্বিতীয় তলার একটি কক্ষে থাকা ৮টি ককটেল নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়াও ১৪৫টি মশাল জব্দ করা হয়েছে সেখান থেকে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাব্বী নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে চাননি ওসি।

বিস্ফোরক মজুদ আছে সন্দেহে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে বসুধা বিল্ডার্সের নির্মাণাধীন ওই ভবনটি ঘিরে রাখে পুলিশ।সেখানে দ্বিতীয় তলার একটি রুমে কিছু মশাল পড়ে থাকতে দেখা যায় ও একটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু দেখা যায়। সারা রাত ভবনটি ঘেরাও করে রাখা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এরপর পুলিশ বাড়িটি থেকে চলে গেছে।
কেএম/এনএফ