মতিঝিলে অস্ত্র মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে সুমনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৫ জুন) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম ওরফে সুমন রাজধানীর ৭ নম্বর বশু বাজার লেন নারিন্দার জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালে একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণা করেন। মামলা রুজুর পর থেকে গ্রেপ্তার আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমএ