বাহরাইন থেকে ফিরল গুরুতর অসুস্থ ৪ বাংলাদেশি

চলতি মাসের প্রথম আট দিনে বাহরাইন থেকে চার গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মীকে মেডিকেল এসকর্টসহ দেশে পাঠানো হয়েছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহায়তায় তাদের দেশে ফেরানো হয়।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, গত ১ জুন বাহরাইন প্রবাসী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা ইসরাফিল সরকারকে গুরুতর অসুস্থ অবস্থায় একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে পাঠানো হয়েছে।
ইসরাফিল কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করেন। বাহরাইনে তার একটি অস্ত্রোপচারও হয়েছে। তবে সেই ফিও(নির্ধারিত ২ হাজার ২০০ বাহরাইনি দিনার) মওকুফ করে দিয়েছে দেশটির কিং হামাদ হাসপাতাল।
এরপর ২ জুন গুরুতর অসুস্থ (স্ট্রোকের রোগী) অবস্থায় আরেক বাংলাদেশি কর্মী নাসির উদ্দিনকে দেশে পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে ভর্তি করানো হয় এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
সড়ক দুর্ঘটনায় আহত এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করা আরেক প্রবাসী মোহাম্মদ এনাতুলকে গত ৫ জুন একজন মেডিকেল এসকর্টসহ দেশে পাঠানো হয়। তিনিও চাঁদপুর কচুয়া উপজেলার বাসিন্দা।
গত তিন বছর যাবত দূতাবাসের তত্ত্বাবধানে বাহরাইনের সালমানিয়া এবং জিদহাফস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সর্বশেষ, গত ৮ জুন ব্রেইন স্ট্রোক করা আরেক বাংলাদেশি শাহজাহানকে দূতাবাসের আর্থিক সহযোগিতায় একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা।
এনআই/এমজে