চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সভা

জাতীয় শ্রমিক লীগ নেতা ফারুক হোসেনের ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জুন) বিকেলে নগরের কোতোয়ালি থানার দোস্ত বিল্ডিং চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের সড়কে মেয়াদোত্তীর্ণ ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা রিপ্লেসমেন্টের আন্দোলন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত প্রদান করে এবং চট্টগ্রাম বিআরটিএ উক্ত পুরাতন সিএনজি ধ্বংস করে নতুন নম্বর প্রদানের প্রক্রিয়া শুরু করে। এই নতুন নম্বর প্রদান করার ক্ষেত্রে সিএনজির প্রকৃত মালিক ও চালকরা চট্টগ্রাম বিআরটিএ'র উপ-পরিচালক তৌহিদুল হোসেন ও তার ব্যক্তিগত অফিস সহকারী জামাল উদ্দিনের মাধ্যমে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এছাড়া নম্বর পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক নেতারা প্রতিবাদ ও আন্দোলন করেছেন।
তারা বলেন, গত শনিবার (১০ জুন) শ্রমিক নেতা ফারুকের ওপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হয়। এসব ঘটনায় সরকারের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় চট্টগ্রাম বিআরটিএ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে বিআরটিএর উপ-পরিচালক তৌহিদুল হোসেন ও তার ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিনকে অপসারণ করতে হবে।
সভায় বক্তব্য আরও রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মীর শফিকুল কবির বিজন, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু আহমেদ, চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ সিএনজি অটোরিকশা আটো-টেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন।
এমআর/এমএ