২২ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ১০

জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি চক্রের অন্যতম হোতা সোহেল কাজীসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৩ জুন) রাতে সুনির্দিষ্ট অভিযোগ এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল।
এসময় ২২ কোটি টাকার অধিক মুল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির মেশিন ও বিপুল পরিমাণ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগামীকাল বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/কেএ