মালদ্বীপের ডেপুটি মিনিস্টারের সঙ্গে হাইকমিশনের কাউন্সেলরের বৈঠক

মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার নাজিমার সঙ্গে বৈঠক করেছেন দেশটির বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ। বৈঠকে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায়।
রোববার মালদ্বীপের ডেপুটি মিনিস্টারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হাইকমিশন জানায়, বৈঠকে আনডকুমেন্টেড কর্মীদের নিয়মিতকরণ, পাসপোর্টের তথ্য সংশোধন, পুনরায় কর্মী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডেপুটি মিনিস্টার জানায়, সফটওয়্যারের কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট ও ইন্টারভিউ কার্যক্রম চালু হবে। তখন পর্যায়ক্রমে ফিঙ্গারপ্রিন্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে, যেকোনো নিয়োগকারী আনডকুমেন্টেড কর্মীকে বৈধ করার আবেদন করতে পারবেন।
এছাড়া যে সকল কর্মী বকেয়া বেতন বা নিয়োগকারী দীর্ঘদিন ভিসা নবায়ন না করার কারণে মিসিং হয়েছে তারা চাইলে লেবার রিলেশন অথরিটিতে অভিযোগ জানাতে পারেন। তাদের অভিযোগ যথার্থ হলে এবং নতুন কোনো নিয়োগকারী তাকে বৈধ করতে চাইলে মন্ত্রণালয় থেকে বৈধ হওয়ার সুযোগ প্রদান করা হবে।
এনআই/এনএফ