বি বি পাইলট হাইস্কুলের এসএসসি- ৯৯ ব্যাচের পুনর্মিলনী

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম


বি বি পাইলট হাইস্কুলের এসএসসি- ৯৯ ব্যাচের পুনর্মিলনী

পাবনা জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বেড়া সরকারি বি বি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি- ৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় স্কুল প্রাঙ্গণে শুরু হওয়া এ মিলনমেলা রাত সাড়ে ৮টায় শেষ হয়।

‘বন্ধুত্বের বন্ধনে এসো মিলি হৃদয়ের স্পন্দনে’— স্লোগানকে ধারণ করে এসএসসি ব্যাচ- ৯৯ বি বি স্কুল লাইফ ফ্রেন্ডস ক্লাব এ উৎসবের আয়োজন করে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ৮৫ জন বন্ধু এতে অংশগ্রহণ করেন।

২৪ বছর পর স্কুলজীবনের বন্ধুরা একে-অপরকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। স্কুলজীবনের স্মৃতিচারণ, হাসি-আনন্দে মেতে ওঠেন ৯৯ ব্যাচের বন্ধুরা।

dhakapost

আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক বন্ধুকে ক্রেস্ট, টি-শার্ট, রঙিন ছাতা, ব্যাগ ও স্কুল ব্যাচ তুলে দেওয়া হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় রঙিন ছাতা দিয়ে আয়োজিত র‌্যালি বেড়াবাসীর নজর কাড়ে।

পরবর্তীতে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলা। স্কুলজীবনের সব বন্ধুকে একসঙ্গে পাওয়ার সুখস্মৃতি নিয়ে ফিরে যান সবাই নিজ নিজ গন্তব্যে।

দুই যুগ পূর্তি উৎসবের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, অলি উল্লাহ রোমান, সামসুল আল আমীন শিবলী, সাইদুর রহমান, সাঈদ আহমেদ ও হারুন অর রশিদ।

এমএইচডি/

 

Link copied