চট্টগ্রামের কাগতিয়া দরবারে শবে বরাতের মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নগরের বায়েজিদের গাউছুল আজম সিটিতে পবিত্র শবে বরাতের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) জোহরের নামাজের পর গাউছুল আজম সিটির কাগতিয়া দরবারে হাজারও ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে দিন রাতব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জোহরের নামাজের পর খতমে কোরআন ও শবে বরাত শীর্ষক আলোচনা। আছরের নামাজের পর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, মাগরিবের পর মোরাকাবা, জিকিরে গাউছুল আজম মোর্শেদী এবং এশারের পর মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তকরির মোবারক।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.) ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এফআর