রামপুরা উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে জারি করা শিডিউল অনুযায়ী ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই থেকে শুরু করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
নতুন সময়সূচি নির্ধারিত হলে পরবর্তী সময়ে তা জানিয়ে দেওয়া হবে।
এ প্রসঙ্গে পিজিসিবির মুখপাত্র বদরুদ্দোজা সুমন ঢাকা পোস্টকে বলেন, উল্লেখযোগ্য কোনো কারণে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত করা হয়নি। প্রশাসনিক কিছু ইস্যুর কারণে কাজটা আপাতত স্থগিত করা হয়েছে। পরে শুরু হলে তা জানিয়ে দেওয়া হবে।
ওএফএ/এসএম