বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে গেছে

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুইটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ওয়াটার বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নারী ও ১ জন পুরুষকে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্তৃক জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত হতাহত পাওয়া যায়নি।
নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।
এমএসি/এফকে