টোকেন দেখে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তা সদস্যরা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। দিনের শুরুতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা কিছুটা বাড়ছে।
সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্রে সরেজমিন দেখা যায়, সকাল থেকে যারা প্রবেশ করছেন তাদের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটার নম্বরের টোকেন দেখে তবেই কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন।
বনানী মডেল স্কুল কেন্দ্রটি মূলত নারী ভোটারদের কেন্দ্র। সকাল থেকে কিছু কিছু করে ভোটাররা এখানে ভোট দিতে আসছেন। প্রবেশপথেই নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ভোটার নম্বর দেখে ভোটারদের জানিয়ে দিচ্ছেন কোন ভবনে তার ভোটকেন্দ্র।

আনসার সদস্য মসলে উদ্দিন বলেন, ভোটকেন্দ্রে যারাই প্রবেশ করছেন তাদের ভোটার নম্বর দেখে আমরা প্রবেশ করতে দিচ্ছি। এখানে পুলিশ, র্যাব সদস্যরাও উপস্থিত আছেন। আমরা ভোটারদের নম্বর দেখে গেট থেকেই জানিয়ে দিচ্ছি- তালিকা অনুযায়ী কোন ভবনে তিনি ভোট প্রদান করবেন।
কড়াইল বস্তি থেকে বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন ফরিদা খাতুন। তিনি বলেন, কেন্দ্রে ঢোকার সময়, আমার ভোটার নম্বরের কাগজ দেখে এখানকার লোকরা দেখিয়ে দিল, কোনটা আমার কেন্দ্র। আর ভিতরে ঢুকে খুব বেশি ভোটার দেখলাম না। কোনো সিরিয়ালও নেই। কয়েক মিনিটেই ভোট দেওয়ার কাজ শেষ করে চলে যাচ্ছি।

চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আজ উপনির্বাচন চলছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ইসির তথ্যানুযায়ী, এ উপনির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছেন। তারা দায়িত্ব পালন করবেন ভোটের পরের দিন পর্যন্ত। তবে অঙ্গীভূত আনসার পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি টিম, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয়েছে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
এএসএস/এমজে