নারীকে দিয়ে প্রেমের ফাঁদ, বাসায় ডেকে মুক্তিপণ দাবি করে চক্রটি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম


নারীকে দিয়ে প্রেমের ফাঁদ, বাসায় ডেকে মুক্তিপণ দাবি করে চক্রটি

রাজধানীর মিরপুর এলাকা থেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  মিরপুর মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- মো. নাজমুল হোসেন (২২), মো. তানভীন মাহতাব (২৫) ও মোসা. মায়া তানিয়া (২১)।

মঙ্গলবার (১৮ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের তানিয়া যেকোনো মহিলার সঙ্গে ভাব জমিয়ে কৌশলে তার স্বামীর ফোন নম্বর নেয়। এরপর সেই নম্বরে ফোন করে তার স্বামীর সঙ্গে প্রেমের অভিনয় করে। একপর্যায়ে বাসায় ডেকে আনে। এরপর জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সেই বাসায় আগে থেকেই অবস্থান করে নাজমুল ও মাহতাব। ভুক্তভোগী ব্যক্তি বাসায় আসার সঙ্গে সঙ্গে মারধর করে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর নগ্ন করে তানিয়ার সঙ্গে আপত্তিকর ছবি তোলে ও ভিডিও করে। তারপর সেই ছবি ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। তারা এভাবে মুন্না নামের এক ব্যক্তিকে টার্গেট করে। তানিয়া প্রথমে মুন্নার স্ত্রী আসমার সঙ্গে ভাব জমায়। আসমা একবার তানিয়ার মোবাইল থেকে ফোন দিয়ে স্বামীর সঙ্গে কথা বলে।

এভাবেই তানিয়া মুন্নার ফোন নম্বর পেয়ে যায়। এরপর সেই নম্বরে ফোন করে করে মুন্নার সঙ্গে ভাব জমিয়ে ফেলে তানিয়া। অবশেষে আজ (মঙ্গলবার) তাকে মিরপুর দেখা করতে বলে। দেখা করতে গেলে সেখানে আগে থেকেই থাকা নাজমুল ও মাহতাব তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নগ্ন ছবি তুলে তার কাছে এক লাখ টাকা দাবি করে। অনেক দেন-দরবারের পর ২০ হাজার টাকা দিতে রাজি হয় মুন্না। 

ওসি মোহাম্মদ মহসীন জানান, পরে কৌশলে পুলিশকে বিষয়টি অবহিত করে মুন্নার স্ত্রী আসমা। পরে প্রথমে তানভীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও গ্রেপ্তার করে এবং মুন্নাকে উদ্ধার করে।

এমএসি/কেএ

Link copied