১১ মামলার পলাতক আসামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১ মামলার ওয়ারেন্টভুক্ত মো. এনামুল কবির (৩৯) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ-এর একটি দল চট্টগ্রামের পাহাড়তলী থানার প্রশান্তি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন মামলার আসামি কবির বাগেরহাটের কচুয়া থানার আড়িয়া মর্দন এলাকার আইয়ুব আলী শেখের ছেলে।
এটিইউ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, কবির সিএমপির কোতোয়ালী ও বাকলিয়া থানার মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তিনি সিএমপির কোতোয়ালী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং হালিশহর থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় মোট ১১টি মামলা রয়েছে।
২০১৫ সালে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন এনামুল কবির। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এফকে