পরিচ্ছন্ন ভবনের পুরস্কার গোলাপ ফুল

চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যায়নি তাদের উদ্বুদ্ধ করতে গোলাপফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে। বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। পাঁচটি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, চসিকের পরিচালিত অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজ ভবনে জমে থাকা পানি অপসারণ করেছেন। আজকের অভিযানে আমরা খুব আশাবাদী। কারণ, নগরবাসী এভাবে সচেতন আচরণ করলে মশা কমবে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। জরিমানা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা।
নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
এমআর/এমজে