দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় ছবি চেয়েছে টিআইবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম


দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় ছবি চেয়েছে টিআইবি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় ছবি চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সোমবার (২৪ জুলাই) টিআইবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ ছবি পাঠাতে অনুরোধ করেছে সংস্থাটি।

টিআইবি জানায়, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে টিআইবি দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করেছে। ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর) দুটি বিভাগে এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘দুর্নীতি, দারিদ্র্য ও অবিচার’।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীর জন্য ক্রেস্ট ও সনদসহ যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। 

কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। 

এ বিষয়ে বিস্তারিত জানতে লিংকে https://ti-bangladesh.org/cartoon-competition দেখার অনুরোধ করা হয়েছে।

প্রতিযোগিতা-সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে মাসুম বিল্লাহ (০১৭৫৫৫৪৮৪২১, masum@ti-bangladesh.org) এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে টিআইবি। 

আরএম/জেডএস

Link copied