চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৫৭

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম


চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৫৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৫ জনে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬৮ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫০ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪১ জন।

এমআর/এমএ

Link copied