গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৯ জুলাই ২০২৩, ০৯:৫৯ এএম


গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলার নারায়ণকোটা গ্রামের আব্দুস ছাত্তার ছেলে।

শনিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মন্নাফ।

তিনি বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তবে সে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের কর্মী কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।

আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।

এসএএ/জেডএস

Link copied