সাংবাদিক নিহত: ট্রাকচালকের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৩, ০৩:১০ পিএম


গাজীপুরের কাপাসিয়া এলাকায় ট্রাকচাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহতের ঘটনায় চালক আহাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৭ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, যে ট্রাকটি সাংবাদিক মিলনকে চাপা দিয়েছে সেটি ধারণ ক্ষমতা থেকে বেশি বালু বোঝাই ছিল। ট্রাকটির ধারণা ক্ষমতা ছিল ৮ টনের কিন্তু ঘটনার দিন বালু বোঝাই ছিল ১৪ টন। এছাড়া ট্রাক চালক আহাদ মিয়ার ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না।

সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে ‍র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।

কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, ‘গত ৪ আগস্ট  গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোট বাজারিয়া বাজারে বেপরোয়া গতির বালু বোঝায় একটি ড্রাম ট্রাক সাংবাদিক মঞ্জুর হোসেনকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। সাংবাদিক মঞ্জুর গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।’ 

তিনি বলেন, ‘ট্রাকটির ধারণ ক্ষমতা ছিল ৮ টন। কিন্তু ১৪ টন বালু বোঝাই করে গাড়িটি চালাচ্ছিলেন চালক। আহাদ গত সাত বছর মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছিলেন। তিনি মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারি যানবাহন চালাচ্ছিলেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বিআরটিএ যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন, তাহলে শাস্তির ভয়ে অনেকে এ ধরনের অপরাধে জড়াবে না।’ 

এমএসি/এমএসএ 

Link copied