চট্টগ্রামে পানিবন্দিদের মাঝে চসিকের খাবার বিতরণ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম


চট্টগ্রামে পানিবন্দিদের মাঝে চসিকের খাবার বিতরণ

৯ হাজার পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

সোমবার (৭ আগস্ট) মেয়রের পক্ষে খাবার পৌঁছে দেন কাউন্সিলররা। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকার মানুষদের সরিয়ে দিয়ে নিরাপদ আশ্রয়ে পাঠানো হচ্ছে।

সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবারের  মাঝে শুকনো খাবার পৌঁছে দেন। পূর্ব ষোলশহরের বাড়াইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর এম আশরাফুল আলম। মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন। সরাইপাড়ার কাউন্সিলর মো. নুরুল আমিন ৩০০ পরিবারের হাতে তুলে দেন চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ। দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবারের মাঝে  শুকনো খাবার বিতরণ করেন।

এছাড়া চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে খাবার পৌঁছে দেন। চান্দগাঁও কাউন্সিলর মো. এসরারুল হক ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার ও ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। 

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ বন্দী হয়ে আছে জানতে পেরে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে। 

এমআর/এনএফ

Link copied