মিয়ানমারে ১৯ যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৩, ১০:৪১ এএম


মিয়ানমারে ১৯ যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতনে একজনের মৃত্যুর ঘটনায় চক্রের মূলহোতা ইসমাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। সেখানে বন্দিদশায় নির্যাতনের ফলে একজনের মৃত্যুর ঘটনায় দায়ী আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা মো. ইসমাইলকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

জেইউ/এমএসএ

Link copied