কাঞ্চন কমিউটার বন্ধ, পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৩, ০১:৫০ পিএম


কাঞ্চন কমিউটার বন্ধ, পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস 

রুট বর্ধিত করে দীর্ঘ ১১ বছর বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগে ট্রেনটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত। তবে বর্তমানে সেটি চলাচল করবে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। ট্রেন চালানোর জন্য ইতোমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

কিন্তু পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করা কাঞ্চন কমিউটার ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনসাধারণ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তর আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালু করার জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো। ট্রেনটি আগামী ৩০ আগস্ট বোনারপাড়া স্টেশন থেকে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত একটায় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

রামসাগর এক্সপ্রেসের রেকে থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির ওয়াটারিং, ক্লিনিং ও ওয়াশপিট হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বেজ হবে পার্বতীপুর। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়া থেকে শুক্রবার।

দপ্তর আদেশে আরও বলা হয়, রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারণে কাঞ্চন কমিউটার (৪১/৪২) ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় ৫৯/৬০ নং রামসাগর কমিউটার ট্রেনটির রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

কাঞ্চন কমিউটার বন্ধের বিষয়ে তানভীর আহমেদ নামের একজন ফেসবুকে লিখেছেন, নতুন একটি ট্রেন চালু করে পুরোনো আরেকটি ট্রেনকে বন্ধ করার পক্ষে আমি নই। তাছাড়া রামসাগর লোকালকে সিঙ্গেল রেকে এতদূর চালানো ভুল সিদ্ধান্ত বলে মনে করি। আর রামসাগরের নতুন যে টাইম টেবিল দিয়েছে, তাতে সাধারণ মানুষ বা জনগণের তেমন কোনো উপকার হবে না। তাই যদি রামসাগরকে বোনারপাড়া টু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চালায়, তাহলে ডাবল রেকে চালাক। তা না হয় কাঞ্চনকে রংপুর/কাউনিয়া পর্যন্ত বর্ধিত করুক আর রামসাগরকে বোনারপাড়া টু রংপুর/পার্বতীপুর পর্যন্ত চালাক। তাহলে সুন্দর একটি টাইম টেবিল পাওয়া যাবে। তাতে সবার উপকার হবে।

তানভীর নামের আরও একজন লিখেছেন, পঞ্চগড়ের জন্য টাইমিং ঠিক রাখতে গিয়ে এই কাহিনী করছে। খুলনা-পঞ্চগড় রুটেও এবার সেইম কাহিনী করবে।

এমএইচএন/কেএ

Link copied