ভুল প্রশ্নে আলিম পরীক্ষা নেওয়ায় কেন্দ্রসচিব বহিষ্কার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

২৮ আগস্ট ২০২৩, ০৫:০৪ পিএম


ভুল প্রশ্নে আলিম পরীক্ষা নেওয়ায় কেন্দ্রসচিব বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল প্রশ্নপত্রে আলিম পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রসচিব ওয়াই এম আব্দুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে পরীক্ষা পরিচালনা কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রকের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব অবহেলার দায়ে তাকে বহিষ্কার করা হয়। 

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে রোববার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে আলিম পরীক্ষা নেওয়া হয়। এটিই উপজেলার আলিম পরীক্ষার একমাত্র পরীক্ষা কেন্দ্র। বহিষ্কৃত কেন্দ্রসচিব ওয়াই এম আব্দুল্লাহ ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 

পরীক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার (২৭ আগস্ট) উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা  কেন্দ্রে আলিম পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এতে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পরেই শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। এমন কাণ্ডে চরম ক্ষোভ জানান অভিভাবকরা। 

মো. আব্দুল আজিজ নামে এক পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষার্থী বিষয়টি খেয়াল করতে পারিনি, কিন্তু যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা তো ভুল প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছেন। ফলাফল আসবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। 

পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ট্যাগ অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর বলেন, বিষয়টি পরীক্ষা চলাকালে কেউ  আমাকে জানায়নি। যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব কেন্দ্রসচিবের, এ দায় আমার নয়। 

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষায় নেওয়া ঠিক হয়নি, বিষয়টি উদ্বেগজনক। যদি বোর্ড চায়, তাহলে এই প্রশ্নপত্রের আলোকে খাতা দেখার নির্দেশ দিতে পারে। তবেই পরীক্ষার্থীদের ফলাফল আসবে।

এ বিষয়ে কথা বলার জন্য ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্রসচিব ও মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে ওয়াই এম আব্দুল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-নূর-এ আলম ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও পরীক্ষা নিয়ন্ত্রকের পরামর্শে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ কেন্দ্রসচিবকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তার লিখিত বক্তব্য নিয়ে বোর্ডে পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে আনুসাঙ্গিক যদি কোনো ব্যবস্থা বোর্ড নিতে চায়, তাহলে সেটি বোর্ড নেবে। নতুন কেন্দ্রচিবকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

রিপন আকন্দ/আরএআর

Link copied