ইথিওপিয়ায় বাংলাদেশি দূতের পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত শিকদার বদিরুজ্জামান তার পরিচয়পত্রের অনুলিপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তরের তথ্য জানায় ইথিওপিয়ার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করার পর ইথিওপিয়ার প্রটোকল মহাপরিচালক তাকে দেশটিতে স্বাগত জানান এবং দায়িত্বকালে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
সম্প্রতি দায়িত্ব পালনে ইথিওপিয়ায় পৌঁছান নতুন রাষ্ট্রদূত বদিরুজ্জামান। কূটনীতিক বদিরুজ্জামান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। তিনি হংকং, নয়াদিল্লি, রিয়াদ ও ম্যানিলায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন।
এনআই/এমজে