নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম?

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য সরকার মাসখানেকের মধ্যে তাকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে। অন্যদিকে, নতুন সচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। আর বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (২২ মে) থেকে ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। তিনি ২৮তম পররাষ্ট্রসচিব হওয়ার কথা। পেশাদার এই কূটনীতিক বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার। তাকে পররাষ্ট্রসচিব করতে গেলে আগে পদোন্নতি দিতে হবে। এসব আনুষ্ঠানিকতার জন্য কিছুটা সময় লাগবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জসীম উদ্দিনের পররাষ্ট্রসচিব হিসেবে আগামীকাল শেষ অফিস হতে পারে। তিনি আপাতত ছুটিতে থাকবেন। আর নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী আগামী জুনের ২০ তারিখে অবসরে যাওয়ার কথা।
অন্যদিকে, আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার আগে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে প্রথম অ্যাসাইমেন্টে গিয়েছিলেন সিয়াম।
এনআই/এমজে