জাতীয় প্রেস ক্লাব ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে জাতীয় প্রেস ক্লাব আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সবার স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব সেবা বন্ধ থাকবে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খােলা থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির একটি সভা গত শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশও করা হয়। এ ব্যাপারে সদস্যদের সহযােগিতা চেয়েছেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
এর আগে করোনাভাইরাসের কারণে গত বছরের ২১ মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
এমএইচএন/জেডএস/জেএস