আমিরাতে সজীব ওয়াজেদ জয় পরিষদের জাতীয় শোক দিবস পালন

Muhammed Abdullah Al Mamun

৩১ আগস্ট ২০২৩, ০৭:১৬ এএম


আমিরাতে সজীব ওয়াজেদ জয় পরিষদের জাতীয় শোক দিবস পালন

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদ সংযুক্ত আরব আমিরাত। 

বুধবার (৩০ আগস্ট) রাজধানী আবুধাবির হোটেল আল নাফিমের হলরুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি  মুহাম্মদ ইলিয়াছ হাওলাদারের পরিচালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান অভির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি যুবলীগ সভাপতি মুহাম্মদ জাকের হোসেন জসিম। প্রধান বক্তা ছিলেন আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুব খন্দকার।

এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন বাংলাদেশের নাম। আর সেই সোনার বাংলাদেশকে নানার মতো, মায়ের মতো দক্ষ নেতৃত্বে আধুনিক বাংলাদেশে রূপান্তর করবে সজীব ওয়াজেদ জয়। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাতের এ সজীব ওয়াজেদ জয় পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও আবুধাবি যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক বাবলু।

আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শিপন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহাগ, সদস্য মুহাম্মদ আলম-সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। 

মৌলানা মমতাজুল হকের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ জুলহাস।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি বেলাল হোসেন বঙ্গবন্ধুসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন ও অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন ছিদ্দিকির মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।   

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাদাৎ হোসেন।

এমএ

Link copied