ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি চিঠি দিচ্ছে ডিএনসিসি

ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডের বাড়ির মালিকদের নিজ বাড়ি, আঙিনা পরিচ্ছন্ন রাখতে চিঠি দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনিসিসি)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি জরুরি নোটিশ জারি করেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, চলমান ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে কাউন্সিলরদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সভার সিদ্ধান্ত মোতাবেক টাস্কফোর্সের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক তার ওয়ার্ডের আওতাধীন বাড়িতে বাড়িতে সংযুক্ত ফরমেট পূরণ করে পত্র প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নোটিশের পাওয়ার পর ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর করা চিঠি বাড়ি বাড়ি পাঠাচ্ছে ডিএনসিসি।
সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মৌসুমে ঢাকাসহ সারাদেশে এডিস মশা এবং এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু জ্বরের কারণে প্রাণহানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্ণিত অবস্থায় এডিস মশা এবং এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ন্ত্রণের বিষয়গুলোর দিকে যত্নবান হতে হবে।
সবশেষে বলা হয়েছে, স্থান এবং পাত্রে মশার প্রজনন বাড়ির মালিকের সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার অসহযোগিতা এবং অসচেতনতার কারণে এসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/এসকেডি