বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম


বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলস্টেশনের পরিচ্ছন্নতা কর্মী মো. সেহেল জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা জানতে পারি কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় পাইনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এসএএ/কেএ

Link copied