বছরের প্রথমদিন কলকাতায় ভক্তদের মুখোমুখি জামাল

দীর্ঘদিন পর ভারতের লিগে খেলবেন বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলবেন। কলকাতা মোহামেডান ভারতের দ্বিতীয় স্তরের লিগে খেললেও বাংলাদেশের অধিনায়ক হওয়ায় জামালের প্রতি ভারতের ফুটবলাঙ্গনের আগ্রহ অনেক।
অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ) করোনাকালীন সময়ে প্রতি সপ্তাহের শুক্রবার জাতীয় ফুটবলারদের নিয়ে টিভি লাইভ শো করছে। ১ জানুয়ারী নতুন বছরের প্রথম দিন শুক্রবার এআইএফএফ টিভি শো’তে থাকছেন জামাল ভূঁইয়া।
অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার নীলাঞ্জন দত্ত বলেন, ‘জামাল আমাদের উপমহাদেশের অন্যতম সেরা ফুটবলার। জামাল কলকাতায় খেলতে আসায় আমাদের ফুটবল লিগ আরও আকর্ষণীয় হবে। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে আমরা শো করি। জামাল আসায় আমরা তাকে নিয়ে একটি বিশেষ শো করব।’
কলকাতা মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার বলেন, ‘জামাল করোনা থেকে সুস্থ হয়ে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে রয়েছে। সে এখন সুস্থ ও স্বাভাবিক। আমরা জামালের কাছ থেকে সেরা পারফরম্যান্স প্রত্যাশা করি।’
গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই ম্যাচে ভারতের সল্ট লেকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের সাথে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৭ জানুয়ারি থেকে ভারতের আই লিগ শুরু হবে। আই লিগ শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবার সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলবেন বাংলাদেশের অধিনায়ক জামাল।
এজেড/এটি/এমএইচ