‘মৌলবাদী শক্তিই নারী নেতৃত্বের বিরোধিতা করে’

মৌলবাদী শক্তিই নারী নেতৃত্বের বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজ্জাম্মেল হক। তিনি বলেন, নারীরা কারো অনুকম্পায় আসেননি, তারা নিজ যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, একদল ধর্মব্যবসায়ী মিথ্যাচার করে এদেশের নারীদের অধিকার দমিয়ে রাখতো। মৌলবাদরা ক্ষমতায় আসার জন্য বলতো নারী নেতৃত্ব নাজায়েজ। এখন আর সেই কথা বলার সুযোগ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সেই সম্মান দেওয়ার চেষ্টা করেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকদের ভালো সম্পর্ক ছিল উল্লেখ করে মোজ্জাম্মেল হক বলেন, সাংবাদিকতার মাধ্যমেই পেশা শুরু করেছিলেন আমাদের জাতির পিতা। পরে রাজনীতিতে যাওয়ায় আর সাংবাদিকতা করতে পারেননি। সারাজীবনে সাংবাদিকদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতায় সাংবাদিকদের ভালোবাসেন।
সাংবাদিকদের মিডিয়া কমপ্লেক্সের দাবির বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব মিডিয়া কমপ্লেক্স বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে বলবো। প্রধানমন্ত্রী সাংবাদিকদের যে সমস্ত কথা তিনি দিয়েছিলেন, সেখান থেকে কেউ বিমুখ হয় নাই।
আলোচনা সভায় আরও ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এএমইচএন/এমএইচএস