টিআইবির কার্টুন প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার সময় বাড়ল এক মাস

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় কার্টুন ছবি জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার শেষ সময় ছিল আজ ৩০ সেপ্টেম্বর। কার্টুন জমা দেওয়ার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার টিআইবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
টিআইবি জানায়, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে টিআইবি দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করেছে। ‘ক’ (১৩-১৮ বছর) ও ‘খ’ (১৯-২৫ বছর) দুটি বিভাগে এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘দুর্নীতি, দারিদ্র্য ও অবিচার’।
প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদসহ ৭৫ হাজার, ৫০ হাজার, ও ৪০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
আরএম/এনএফ