চিলির সঙ্গে এফওসির মেমোরেন্ডাম সই আজ, কাল বৈঠক

লাতিন আমেরিকার দেশ চিলির সঙ্গে যৌথ পরামর্শক সভার (এফওসি) মেমোরেন্ডাম সই করতে যাচ্ছে বাংলাদেশ। মেমোরেন্ডাম সইয়ের পর প্রথম এফওসি বৈঠকে বসবে ঢাবা-সান্তিয়াগো।
চিলির রাজধানী সান্তিয়াগোতে বুধবার (৪ অক্টোবর) এ মেমোরেন্ডাম সই করবে উভয়পক্ষ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) হবে এফওসি বৈঠক।
এ বিষয়ে ঢাকার এক কূটনীতিক বলেন, চিলির সঙ্গে একটি এফওসি করার জন্য চুক্তি সই করবে বাংলাদেশ। তারপরে এফওসি বৈঠকে বসবে উভয়পক্ষ।
প্রথম এফওসি বৈঠকে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে এ কূটনীতিক বলেন, এফওসিতে দুই দেশের সামগ্রিক বিষয়ে আলোচনার সুযোগ থাকে। কোন কোন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলাপ-আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন অ্যারিয়া নিয়ে কাজ করা যেতে পারে, সেগুলো আলোচনায় গুরুত্ব পাবে। বাণিজ্য ব্যবধান কমাতে চাই আমরা। আমাদের আরএমজি পণ্য চিলিতে যায়। ওরা গ্রিন এনার্জিতে ভালো। গ্রিন এনার্জি খাতে আমরা তাদের সহযোগিতা চাই, সেজন্য ওই সেক্টরে আমাদের ফোকাস থাকবে।
ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সান্তিয়াগোর পক্ষে দেশটির পররাষ্ট্রসচিবের নিজ নিজ দেশের পক্ষে এফওসিতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
এনআই/জেডএস