দুবাই ফেরত ফ্লাইটের লাইফ জ্যাকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের লাইফ জ্যাকেটের বক্সের ভেতর থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। স্বর্ণবারগুলো অভিনব উপায়ে লাইফ জ্যাকেটের বক্সের ভেতর লুকানো ছিল। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করেন।
তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সোয়া ৭টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিজি-৪৮ ফ্লাইটে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ফ্লাইটের একটি সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের বক্সের ভিতর অভিনব উপায়ে লুকানো ২২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৫৫২ গ্রাম।
আটক হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জেইউ/এমএইচএস