এনআইএলজির নতুন মহাপরিচালক সালেহ আহমেদ

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হয়েছেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ মোজাফফর।
সোমবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বিসিএস প্রশাসন অ্যাকাডেমির এমডিএস করা হয়েছে।
অন্যদিকে, পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১) সিনিয়র সহকারী সচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক আদেশে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া সরকারি বিভিন্ন সহায়তার কার্ড হতদরিদ্রদের মধ্যে বিতরণের ক্ষেত্রে ভবিষ্যতে আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন মর্মে পাবনা জেলা প্রশাসকের কাছে আঙ্গীকারনামা দেবেন। এই শর্তে প্রথমবারের মতো সতর্কতা হিসেবে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৮ অক্টোবর ১১০৭ নম্বর স্মারকে জারি করা তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
এসএইচআর/জেডএস