ইস্কাটনে রাস্তায় মোটরসাইকেলসহ পড়েছিলেন দুইজন, ছবি তুলছিলেন সবাই

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা উভয়ই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের সবাই নিশ্চিত ছিল যে তারা মারা গেছেন, তাই কেউ তাদের না তুলে ছবি ও ভিডিও করছিলেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ১২টায় বাংলামোটর থেকে মগবাজারগামী রাস্তায় ফ্লাইওভারে ওঠার সড়কের পাশে এই ঘটে।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে বলা হয় সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত দুইজনের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এআর/এমএ