ন্যায়সঙ্গত মজুরি ঘোষণার দাবি বাসদের

গাজীপুরের কাশিমপুরে গুলি করে শ্রমিক হত্যার বিচার দাবি ও শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায়সঙ্গত মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। এর আগেও শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে দুই জন শ্রমিককে হত্যা এবং অসংখ্য শ্রমিককে আহত করা হয়েছে। অবিলম্বে এই সব হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন,গতকাল মঙ্গলবার মালিকদের প্রস্তাব অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে। যা শ্রমিকদের সঙ্গে প্রহসনের সামিল। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবন যাপনের মান ইত্যাদি বিবেচনায় এই মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দমন-পীড়ন পরিহার করে গার্মেন্টস শ্রমিকদের ২৩ হাজার টাকার মজুরি দাবিকে বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত মজুরি ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।
ওএফএ/এমএ