ছদ্মবেশে চমেকে দুদক, ঘুষের টাকাসহ ২ কর্মচারী আটক

টিকিটে অতিরিক্ত অর্থ আদায় ও পরীক্ষা-নিরীক্ষায় ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চালিয়ে আউটসোর্সিংয়ের দুই কর্মচারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটকও করেন সংস্থাটি সদস্যরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুদকের চট্টগ্রাম-১ এর জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালিয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকিটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায়, রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে হুইল চেয়ার ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা করাতে ঘুষ দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে টিমের সদস্যরা রোগী ও সেবাগ্রহীতা সেজে ছদ্মবেশে জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নেন। এ সময় তারা দেখতে পান, আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করছেন।
এ সময় আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত দুইজন কর্মচারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করে দুদক টিম। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেন। আর অন্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন দাখিল করা হবে বলে দুদক জানিয়েছে।
আরএম/এসকেডি