র্যাবের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

রাজধানীর চকবাজার, কোতোয়ালি ও ডেমরা এলাকায় চার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা ও এক প্রতিষ্ঠানের কর্মচারীকে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ম্যাডাম ট্রেডিং করপোরেশন কোম্পানিকে ৪ লাখ টাকা, নিউ একটেল ফুড প্রডাক্টস কোম্পানিকে ২ লাখ টাকা ও ইয়ামিন ফুড প্রডাক্টস কোম্পানিকে নগদ ৬ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়। পরে কাশেম কসমেটিকস কোম্পানির এক কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দেন আদালত।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ২২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল কসমেটিক ও ভেজাল খাবার ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এএসপি এনায়েত কবীর বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
জেইউ/এমএইচএস