রাজধানীতে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে চার হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। বুধবার (৩০ ডিসেম্বর) ডিবির ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান (১৯)।
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে শনিরআখড়া ব্রিজের ঢালের পাশে আবেদীন ভবনের সামনে থেকে মুন্না ও হাসানকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবির ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে গত রোববার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বংশালে অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা তালুকদার ওরফে সুজন ওরফে লাক্কু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আরেক অভিযানে ২৬ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন (৩৬), মো. কবির আহম্মেদ (৪৮), মো. ইব্রাহিম (১৯) ও মো. শহিদুল ইসলাম (৪৫) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এমএসি/এমএইচএস