স্বামীর আত্মহত্যা চেষ্টায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে ঋণগ্রস্ত স্বামীর আত্মহত্যা চেষ্টায় বাধা দেওয়ায় স্ত্রী তামান্নাকে ইসলাম (৩৭) মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মাহমুদুল হাসান হেলালকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) সকালে মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঁঞা জানান, স্বামী ও সন্তান নিয়ে মোহাম্মদপুর লালমাটিয়া বি-ব্লক মহিলা কলেজের সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন তামান্না। স্বামী ঋণগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কয়েকবার তামান্নার স্বামী আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই আত্মহত্যা করতে গেলে তামান্না তাকে বাধা দেন।
তিনি জানান, আজ (বুধবার) সকালে মাহমুদুল হাসান হেলাল আত্মহত্যা করতে গেলে তার স্ত্রী তামান্না বাধা দেন। এ সময় সে ক্ষিপ্ত হয়ে তিনি মশলা বাটার শিল দিয়ে তামান্নার মাথায় আঘাত করেন এবং তার সন্তানের গলা টিপে ধরেন, এমনকি নিজেও আত্মহত্যা চেষ্টা করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা তামান্নাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাহফুজুল হক বলেন, দুপুরে খবর পেয়ে আমরা তার স্বামীকে গ্রেপ্তার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী মর্গে পাঠাই। তামান্নার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএএ/কেএ