সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসআই কামরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে কোনো এক গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। তবে কোন যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য এসআই কামরুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলেও।
এসআই কামরুল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যার জনক ছিলেন।
এআর/এমএইচএস