চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর সুলতান কলোনি এলাকায় দুই গ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোর খুন হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিক।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রফিকুল পাঁচলাইশ এলাকার মোহাম্মদপুর সুলতান কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকততেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কহেতোরা গ্রামের ফিরুজ মিয়ার ছেলে। রফিক রড মিস্ত্রির কাজ করতেন।
আরও জানা গেছে, মোহাম্মদপুরে বিবদমান দুটি কিশোর গ্যাং সক্রিয় আছে। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনা ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাত ৮টার দিকে রফিককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। উদ্ধার করে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াসির নামে একজনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
কেএম/ওএফ