ডিএনসিসির অভিযানে ১৫ মামলায় জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করা, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানা এবং লাইসেন্সের শর্ত ভেঙে ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ২২ হাজার টাকার অধিক জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ১৫টি মামলায় সর্বমোট ২২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ডিএনসিসি এলাকার ৪ নম্বর অঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ১৩ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ১২টি মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। সবাইকেকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে অভিযানে পরামর্শ দেওয়া হয় বলেও জানান আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
এএসএস/আরএইচ