ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯৩ পিস ইয়াবা, ১৩৮.৫ গ্রাম হেরোইন, দুই কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৮ বোতল ফেনসিডিল ও ৭৯ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
আরও পড়ুন
শুক্রবার (১৭ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ(শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।
এমএসি/এমজে