ছুরিকাঘাতে বাবাকে খুন, পলাতক ছেলে
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে ছেলের হাতে খুন হয়েছেন উমেশ সরকার (৬৫)। এ ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু সরকার পলাতক রয়েছেন।
সোমবার (২৭ মে) সকাল পৌনে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উমেশ সরকারের নাতি অঙ্গন বলেন, আমার নানা উমেশ সরকার সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সকালে মামা বিষ্ণু সরকারের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে নানার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছুরি দিয়ে নানার বুকের বাম পাশে আঘাত করেন মামা। পরে তিনি পালিয়ে যান। খবর পেয়ে আমরা আহত অবস্থায় নানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তিনি বলেন, আমার মামা একটি গাড়ির গ্যারেজে কাজ করেন। সেখানে তিনি গাজা সেবন করেন। তবে কি কারণে নানাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন সে বিষয়টি এখনো জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকালের ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে উমেশ সরকার নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রথমে তারা বলে তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যান। এরপর ইসিজি করতে গিয়ে দেখা যায় তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে তার আত্মীয়-স্বজন বিষয়টি স্বীকার না করলেও পরে জানান তার ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ