পূর্ব রাজাবাজারে গাড়ি চাপায় দারোয়ানের মৃত্যু
রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজারে বাসার মালিকের গাড়ির চাপায় দারোয়ানের মৃত্যু হয়েছে।
নিহত দারোয়ানের নাম ফজলুল হক। তিনি ১৯/এ, ১৯/১ পূর্ব রাজাবারের বাসাটিতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শের বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, আজ সকালে পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে মালিক গাড়ি বের করছিলেন। এসময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় ধাক্কা লাগে। এ সময় গাড়িটি গ্যারেজের দরজার দাঁড়িয়ে থাকা ফজুলল হকের উপরে উঠে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। মরদেহ ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/জেডএস