চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৫ জনে।
এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ১৬৩ জনে। শনিবার (৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৩৬টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১০১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৮৫৬ জন আর বিভিন্ন উপজেলার ১০ হাজার ১৬৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। যার মধ্যে নগরীর ৪১০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৫ জন।
কেএম/এমএইচএস