বন্যার্ত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে পাথওয়ে
সপ্তাহজুড়ে ভারী বর্ষণ আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত ১০ জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। এসব জেলার পানিবন্দি অন্তত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবক দল কয়েকটি পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে পৌঁছে গেছেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহিন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অসহায় গৃহহীন আশ্রিত মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির মারাত্মক অভাব দেখা দিয়েছে। মানুষে হিসেবে বিপদসংকুল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। করোনাকালের ন্যায় এবারো এই বন্যা দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসেছে পাথওয়ে। আমরা অন্তত ১০ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে চাই সহায়তা।
জেইউ/এসকেডি