করোনা: সরকারের কাছে ভাড়াটিয়া পরিষদের ৩ দফা প্রস্তাবনা

করোনাকালে রাজধানীসহ সারাদেশের ভাড়াটিয়াদের সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে ৩ দফা প্রস্তাবনা জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
রোববার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উত্থাপন করে সংগঠনটি।
৩ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে- সারাদেশের ভাড়াটিয়াদের বর্তমান বাড়ি ভাড়া ও দোকান ভাড়া অর্ধেক কমাতে হবে। প্রয়োজনে বাড়িওয়ালাদের সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দিতে হবে।
নতুন বছরে কোনো প্রকার ভাড়া বাড়ানো যাবে না এবং চুক্তি শেষ বা অন্য কোনো অজুহাতে কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। এই বছর থেকে ভাড়াটিয়াদের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ করতে হবে।
করোনা আক্রান্ত ভাড়াটিয়াদের চিকিৎসার সব খরচ সরকারিভাবে বহন করতে হবে এবং দেশের করোনা ভ্যাকসিন আমদানির পর সকল ভাড়াটিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনায় ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যদিও পরিস্থিতি কিছু উন্নতির দিকে ছিল কিন্তু সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন জনমনে আবারও আতংক ছড়িয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের প্রায় ৯০ শতাংশ মানুষ ভাড়া থাকে। অর্থাভাবে মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় কমিয়েছে। অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছেই। অনেক শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা কমানো হয়েছে। সাধারণ ভাড়াটিয়াদের কষ্ট-দুর্দশাও বাড়ছে।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি আরও বলেন, বিভিন্ন সময় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি সাধারণ ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে অনেক ভাড়াটিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। অনেককে মারধরও করা হয়েছে। আমরা ভাড়াটিয়া নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দায়ী ব্যক্তিরদের কঠোর শাস্তি দাবি করছি।
বাহারানে সুলতান বাহার বলেন, সরকার করোনা মহামারির প্রকোপ কমাতে বিভিন্ন সময় বিভিন্ন মহলের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু অসহায় ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে কোনো ধরনের প্যাকেজ ঘোষণা করা হয়নি। আমরা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের উভয়ের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, সরকার ভ্যাকসিন আমদানির ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে। সরকার যেন ভাড়াটিয়াদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়।
সংবাদ সম্মেলনের আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. কিরণ মৃধা, মো. মাকসুদুর রহমান, জামাল সিকদার, মো. আক্কাস আলী, অন্তর রহমান, শাহজাহান সিরাজ, কামরুল হাসান তুষার, সম্পদ কবির, লাভলী আক্তার, অধ্যাপক আবুল কাশেম, ফৌজিয়া হাসান লিপি, আজম মোল্লা, তুহিন চৌধুরী প্রমুখ।
এএসএস/এইচকে