চকবাজারে তৈরি হয় ডাবর আমলা তেল!

রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এসব প্রসাধনীর মধ্যে ভারতের ডাবর আমলা হেয়ার অয়েলসহ বিভিন্ন নামীদামি কোম্পানির পণ্য রয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুর ১টায় চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
অভিযানে কারখানার তিন শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইমন (২২), মো. জাকির (২০) ও মো. আজাহার (২৩)।
চকবাজার থানা জানিয়েছে, থানার ছোটকাটারা এলাকার একটি বাসার মধ্যে সুগন্ধি কেমিক্যাল ব্যবহার করে নকল ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাস্যুট ও কিউট নারিকেল তেল তৈরি করে মোড়ক লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো।
অভিযানে নকল প্যারাস্যুট নারিকেল তেল ২০০ মি.লির ৩৬০ বোতল, ১০০ মি.লির ৭২ বোতল, নকল ডাবর আমলা হেয়ার অয়েল ১৮০ মি.লির ১০০ বোতল, নকল কিউট নারিকেল তেল ১০০ মি.লির ৩০ বোতল, বোতলের ২ হাজার পিস ক্যাপ ও কেমিক্যালসহ ২টি জার উদ্ধার করা হয়েছে।
এছাড়া নকল প্রসাধনী তৈরির অপরাধে কারখানাটি সিলগালা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠাতে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এআর/জেডএস